বিজ্ঞাপন

গাজীপুরে গণতন্ত্রকে আমরা জয়ী করেছি: ওবায়দুল কাদের

May 26, 2023 | 6:55 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ হারবে কি জিতবে তার চেয়েও বড় কথা, গতকালের নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে। গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রকে আমরা জয়ী করেছি। সেটার জন্য আজ সরকার, নির্বাচন কমিশনকে সবাই সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মে) বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার দেওয়া হত্যার হুমকির প্রতিবাদে এই সমাবেশ হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জয়লাভ করার তাকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ভোটের পরিবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজকের এই সভা থেকে পরিস্কার ভাবে বলতে চাই, এই নির্বাচনে একটা বিষয় পরিষ্কার হয়েছে বিএনপির মির্জা ফখরুল ও তাদের নেতারা নির্বাচন নিয়ে মিথ্যাচার করেছে। গাজীপুরে তা প্রমাণ হয়েছে, অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণ হয়েছে।’

বিজ্ঞাপন

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, গতকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী আজমত উল্লা স্বতন্ত্র প্রার্থীর কাছে মেয়র পদে পরাজিত হন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত করায় নগরের বাসিন্দাদের শুভেচ্ছা জানান জায়েদা খাতুন। নির্বাচনে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ভোটটা আমার সুষ্ঠু হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি। এই জন্য আমি আরও ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন