বিজ্ঞাপন

কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা

May 9, 2018 | 3:01 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতে সাম্পান শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটি ঘুরে আবারও অভয়মিত্র ঘাটে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

প্রায় একযুগ ধরে চলা এই সাম্পান শোভাযাত্রা দেখতে অভয়মিত্র ঘাট এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

বিজ্ঞাপন

সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান। তিনি বলেন, দেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দর। আর চট্টগ্রাম বন্দরের হৃদপিণ্ড কর্ণফুলী নদী। এই নদীকে দখলমুক্ত করার জন্য হাইকোর্টের যে রায় আছে, আশা করি সরকার অবশ্যই সেটা বাস্তবায়ন
করবে। এই কার্ক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

সাম্পানমাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি পেয়ার আলীর সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, পরিবেশবিদ ইদ্রিস আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, আঞ্চলিক সংস্কৃতি একাডেমির পরিচালক আলীউর রহমান।

এর আগে মঙ্গলবার কর্ণফুলী নদীর তীরে শুরু হয় তিন দিনব্যাপী চাটগাঁইয়া সংস্কৃতি মেলা। শেষ দিন বৃহস্পতিবার কর্ফুলী নদীতে সাম্পান বাইচ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন