বিজ্ঞাপন

সারাদেশে বইছে তাপপ্রবাহ, আরও বাড়তে পারে গরম

June 1, 2023 | 8:27 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও অন্তত তিনদিন অব্যাহত থাকতে পারে। এসময় দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, তাপমাত্রা বেড়ে সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি বলেন, আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা বরিশাল বিভাগের তাপমাত্রা ৩৭ ডিগ্রির ওপরে রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকা বিভাগের জেলা গুলোতে ৩৬, ৩৭ এবং ৩৮ ডিগ্রি পর্যন্ত ছিলো তাপমাত্রা।

সারাবাংলা/ জেআর/ এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন