বিজ্ঞাপন

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

June 1, 2023 | 1:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুব আলম।

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের ২৫ এপ্রিল স্মারকের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৮ মে স্মারকের পরিপ্রেক্ষিতে এপিবিএনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুব আলমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার এবং বর্তমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিনের (এপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) দায়িত্ব দেওয়া হলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএনের উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

চাকরিজীবনে তিনি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), টাঙ্গাইলের পুলিশ সুপার পদেও দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন