বিজ্ঞাপন

গণতন্ত্র মঞ্চের রোডমার্চ শুরু, দাবি সুষ্ঠু নির্বাচনের

June 4, 2023 | 11:38 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই কর্মসূচির সূচনা হয়। গণতন্ত্র মঞ্চের এই রোডমার্চ ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত যাবে।

বিজ্ঞাপন

৭দিন ব্যাপি রোডমার্চ কর্মসূচি পালন করার প্রাক্কালে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জোনায়েদ সাকি বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে বিপর্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বের কাছ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের না, তিনি গদি রক্ষার স্বার্থ দেখেন।’

এসময় জোনায়েদ সাকি গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সংসদ বিলুপ্ত করে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অবাধ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে।’ এসময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করাসহ অন্য দাবিগুলোও তিনি তুলে ধরেন।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আামদের এই আন্দোলন। ২০১৪ এবং ২০১৮ সালের তামাশার নির্বাচনের জন্য আজকে আমেরিকা ভিসা নীতি দিয়েছে। এই ভিসা নীতি দেশের মর্যদাকে ক্ষুন্ন করেছে। ২০১৪ এবং ১৮ সালের মত আরেকটি নির্বাচন সরকার করতে চায় বলে আমেরিকা এই ভিসা নীতি দিয়েছে। সরকার ও সরকারের প্রধান মন্ত্রী দেশের স্বার্থকে বড় করে দেখেন না।’

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক। তিনি বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে তা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টি করবে। গতকাল প্রধান মন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার আর্ন্তজাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই।’

প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে একটি র‌্যালি মৎস্য ভবন পর্যন্ত যায়। সেখান থেকে গাড়িতে করে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ কর্মসূচি শুরু করে গণতন্ত্র মঞ্চ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: জোনায়েদ সাকি

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন