বিজ্ঞাপন

দূরত্বই দেরাদুনে একমাত্র সমস্যা: আকরাম

May 9, 2018 | 6:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলবে, শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকেই। এর মধ্যে বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান ভেন্যুও দেখে এসেছেন। বুধবার (৯ মে) মিরপুরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, হোটেল থেকে মাঠের দূরত্ব বাদ দিলে অবকাঠামোগত কোনো সমস্যা নেই।

এখনো সফরের সূচি চূড়ান্ত হয়নি বলেও জানালেন আকরাম। তবে ২৯ মে থেকে ৮/৯ জুনের মধ্যে ম্যাচগুলো হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

কদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আভাস দিয়েছিলেন, ৫, ৭ ও ৯ জুন সিরিজের সম্ভাব্য সূচি হতে পারে। তবে আফগানিস্তান বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আকরান খান জানালেন, আফগান বোর্ডের সাথে কথা বলে সূচি চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রিপোর্টে যা দেখেছি, মাঠ অনেক ভালো, সুযোগ সুবিধাও ভালো। হোটেলও ভালো। একটা সমস্যা হোটেল থেকে ৪০–৪৫ মিনিট সময় লাগে। এটা কোনো ব্যাপার না। খুব ইতিবাচক। ২৯ মে থেকে ৮/৯ জুন তারিখের মধ্যে সেখানে ম্যাচগুলো খেলব। সভাপতির সঙ্গে কথা বলে সূচি ঠিক করব।’

সিরিজের আগে বাংলাদেশ একটা অনুশীলন ম্যাচ খেলতে পারেও বলে জানালেন তিনি, ‘গ্রাউন্ডসটা যেহেতু নতুন আর ভালো সুযোগ-সুবিধা তো নেবই। অনুশীলনের সুবিধাটা নেব। কদিন অনুশীলন করব, একটা প্রস্তুতি ম্যাচও খেলতে পারি।’

ওই সময় দেরাদুনের তাপমাত্রা অনেক বেশি থাকবে, এ প্রশ্নও উঠেছিল। আকরাম খান জানালেন, বাংলাদেশ সেটা মাথায় রেখে বিকেল থেকে খেলার প্রস্তাব দেবে, ‘প্রস্তাব দেব যেহেতু ওখানে গরম, খেলোয়াড়েরা যেন ক্লান্ত না হয়, চেষ্টা করব সেভাবেই সাজাতে। বিকেল ৫ থেকে রাত ৮টা ভালো সময়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন