বিজ্ঞাপন

বিএনপি নেতা চাঁদ রিমান্ডে

June 7, 2023 | 2:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার চকবাজার থানায় দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (৭ জুন) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, চকবাজার থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চাঁদকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন।

এ সময় চাঁদের পক্ষের আইনজীবী মুসলেহ উদ্দিন জসিম, সৈয়দ নজরুলইসহ প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডে পক্ষে শুনানি করে জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গত ২৪ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ১৯ মে আবু সাঈদ পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে উল্লেখ করেন। ওই ঘটনায় গত ২৩ মে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এরপর গত ২৪ মে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন