বিজ্ঞাপন

আমাদের উন্নয়নের ধারা কেউ আটকাতে পারবে না: পরিকল্পনামন্ত্রী

May 9, 2018 | 7:46 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকারের উন্নয়নের ধারা কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, তা হয়েছে। ৯ বছরে ১৬টি দেশকে পিছনে ফেলেছি। সে হিসাবে আমরা ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশের তালিকায় স্থান করে নেব। আমাদের উন্নয়নের পথ কেউ বন্ধ করতে পারবে না।’

বুধবার (৯ মে) বিকেলে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) প্রীতিলতা ওয়াদ্দেদার মিলনায়তনে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ২৬তম বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মানুষ একা চলতে পারে। কিন্তু কোনো দেশ একা চলতে পারে না। এখন বিশ্বের সব দেশই একে-অন্যের ওপর নির্ভরশীল। তাই আমাদের চিন্তা-চেতনাকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন অন্যান্য দেশ আমাদের ওপর নির্ভরশীল হয়।’

বিজ্ঞাপন

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের দায়িত্ব আজ থেকে বেড়ে গেল। এখন থেকে আপনারা বাস্তব জীবনে কাজ করবেন। আমরা উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন আপনাদেরই বাস্তবায়ন করতে হবে। আপনাদের কাজের মাধ্যমেই মানুষ যেন অনুপ্রাণিত হয়, সে বিষয় খেয়াল রাখতে হবে।’

জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক ও সরকারের ভারপ্রাপ্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনএপিডি’র প্রশিক্ষণ পরিচালক ড. মো. নূরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন এনএপিডি’র অতিরিক্ত মহাপরিচালক এ এ এম নছিহুল কামাল এনডিসি। অনুষ্ঠানে সংক্ষিপ্ত কোর্স প্রতিবেদন উপস্থাপন করেন এনএপিডি’র প্রধান প্রশিক্ষক ও ২৬তম বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের পরিচালক বেগম সায়মা আফরোজ।

এর আগে, ৩২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়াসহ তাদের প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৬তম বিভাগীয় কোর্সের প্রশিক্ষণার্থীরাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৩২ জন বিসিএস ক্যাডার কর্মকর্তাকে নিয়ে এই ২৬তম বিভাগীয় কোর্সের প্রশিক্ষণ শুরু হয় গত ৪ মার্চ। মোট ছয়টি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন