বিজ্ঞাপন

বৃষ্টির প্রবণতা আরও বাড়বে: আবহাওয়া অধিদফতর

June 9, 2023 | 10:10 am

সারাবাংলা ডেস্ক

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা কয়েক দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঘ‌রে-বাইরে গর‌মে সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল অস্বস্তিকর গুমোট প‌রি‌বেশের। এ অবস্থায় গরমের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৮ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃষ্টির এই প্রবণতা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া শুক্রবার (৯ জুন) সকালে সারাবাংলাকে জানান, উপকূলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। যা আগামী তিন থেকে চারদিন অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত কমবেশি বাড়বে, কিন্তু সারা দেশে একই সঙ্গে বাড়বে না।

বিজ্ঞাপন

ঢাকায় দুপুরের পর মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুইটি বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এদিন রংপুর ও রাজশাহী এই দুই বিভাগে বৃষ্টির দেখা না মিললেও পুরো বরিশাল ও চট্টগ্রাম জুড়েই বৃষ্টি হয়েছে। তবে বরিশালে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিলে।

আবহাওয়া অধিদফতর, ৮ জুন সবচেয়ে বেশি ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে আর ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন