বিজ্ঞাপন

জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই

May 10, 2018 | 8:59 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ভাষা সংগ্রামী, খ্যাতিমান সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই।

বুধবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। এই গুণী ব্যক্তিত্ব বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম গত এপ্রিলের শুরু থেকেই শয্যাশায়ী ছিলেন। অ্যাপোলো হাসপাতালের দু’জন নার্স সবসময় তার বাসায় থেকে তাকে দেখাশোনা করতেন। ডায়াবেটিক, প্রেশারসহ কিছু জটিলতা ছিল; তার পায়ে ব্যথাও ছিল অনেকদিন থেকে।

বিজ্ঞাপন

সাহিত্যে অবদানের জন্য একুশে ও স্বাধীনতা পদক পেয়েছেন মুস্তাফা নূরউল ইসলাম।

সারাবাংলা/এমএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন