বিজ্ঞাপন

বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের ছুরিকাঘাতে নিহত ১

June 11, 2023 | 8:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: জেলার চিতলমারীতে সম্রাট শেখ (২২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের ছুরিকাঘাতে মো. রফিক খান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

বিজ্ঞাপন

রোববার (১১ জুন) বিকেল ৩টার দিকে চিতলমারী উপজেলা বাজারসংলগ্ন পাটরপাড়া স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক খান উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। সম্রাট শেখ উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের আকরাম শেখের ছেলে। সে মাদক সেবন করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে জানা গেছে।

ছুরিকাঘাতে আহতরা হচ্ছেন- রায়হান শেখ (২৭), আমিনুর রহমান (২৫), আবু সাঈদ (২৪) ও তানভীর (২৪)। এদের সকলের বাড়ি চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে রায়হান শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক বাবুল আক্তার জানান, এদিন বিকেল ৩টার দিকে মানসিক ভারসাম্যহীন সম্রাট চিতলমারী বাজারের পাটরপাড়া স্টিলব্রিজের পাশে বসে ছিল। হঠাৎ করে সে ধারাল ছুরি দিয়ে উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ছুরিকাঘাতে একজন নিহত ও চার জন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে রায়হান শেখ নামের একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্রাট শেখকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএসবি পরিদর্শক বাবুল।

সারাবাংলা/জেবি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন