বিজ্ঞাপন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ রাতে

May 10, 2018 | 9:45 am

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ আজ রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা থেকে ফ্লোরিডা পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৩০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে গেলে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে। এই স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যেমন অন্য দেশের ওপর নির্ভরতা কমবে, তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আসবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পরীক্ষাও শেষ হয়েছে। সবকিছুই ইতিবাচক। এখন আবহাওয়া অনুকূলে থাকলে এবং যান্ত্রিক কোনো জটিলতা দেখা না দিলে মহাকাশের পথে উড়বে বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সারাবাংলাকে এ তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

সারাবাংলাকে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের প্রস্তুতি ভালো। শিডিউল অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছুই এখন পর্যন্ত ভালোমতো চলছে।’

বিজ্ঞাপন

স্বপ্নের মহাকাশ ছোঁবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

এদিকে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রতিনিধি দলকে অবহিত করে লিখেছেন, উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট প্রস্তুত, উৎক্ষেপণের জন্য লঞ্চার ও লঞ্চিং প্যাডও প্রস্তুত। বৃহস্পতিবার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলেও লঞ্চারটি যুক্তরাষ্ট্র সময় বুধবারেই লঞ্চিং প্যাডে নিয়ে ঊর্ধ্বমুখী করে রাখা থাকবে। আবহাওয়া ঠিক থাকলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪টা ১২ মিনিটে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

বাংলাদেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ সরাসরি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার। ওই স্পেস সেন্টারের দর্শক সারি থেকে দেখা যাবে উৎক্ষেপণ।

স্পেস এক্স-এর উৎক্ষেপণযান বা রকেট ফ্যালকন-৯ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত অরবিট প্লটে স্থাপন করবে। ফ্রান্সের কান টুলুজ ফ্যাসিলিটিতে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ইতিমধ্যে ফ্রান্স থেকে বিশেষ ব্যবস্থায় কার্গো বিমানে করে উৎক্ষেপণস্থল ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাপ ক্যানাভেরালে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস স্যাটেলাইটটি নির্মাণ করেছে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৯০২ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে এক হাজার ৫৪৪ কোটি টাকা এবং অবশিষ্ট এক হাজার ৩৫৮ কোটি টাকা বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ব্যয় সংকুলান হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ দেখতে কেনেডি স্পেস সেন্টারের আমন্ত্রণ

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য হবে বড় সাশ্রয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট যাচ্ছে ফ্লোরিডা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন