বিজ্ঞাপন

‘মোটরসাইকেল চালকের হেলমেট না থাকলেই বুঝবেন—এরা পলিটিক্স করে’

June 15, 2023 | 9:49 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ঈদযাত্রায় মোটরসাইকেলের উপদ্রবটা বেশি। বেশির ভাগ অ্যাকসিডেন্ট হয় মোটরসাইকেলে। বিষয়টি দেখতে হবে। সিগন্যালে যদি একঝাঁক মোটরসাইকেল দেখেন, দেখবেন অনেকের হেলমেট নেই। তাহলে বুঝবেন, এরা পলিটিক্স করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনি একসঙ্গে পাঁচ হাজার গাড়ি দেখবেন সিগন্যালে, সবার মাথায় হেলমেট আছে। আর যদি হেলমেট ছাড়া একঝাঁক কোথাও দেখেন, তাহলে বুঝবেন এরা রাজনীতি করে। কিছুই মানে না। সাধারণ মানুষ কিন্তু সঠিকভাবেই চলে।’

তিনি বলেন, ‘পুলিশের যারা আছেন, তাদের অনুরোধ করব— আমি পার্টির সেক্রেটারি, আমি রং সাইড দিয়ে যাচ্ছি? রং সাইড দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আপস করবেন না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গাড়ির হর্ন ব্যবহার খুবই বিরক্ত কর। হাসপাতালের সামনে গিয়ে হর্ন বাজায়। এ ক্ষেত্রে পুলিশকে খেয়াল রাখতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রমজানে বৃষ্টির বিড়ম্বনা ছিল না। এবার সেটি আছে। ধীরগতির পশুবাহী গাড়ি সমস্যার সৃষ্টি করবেই। ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি।’

হাইওয়ে পুলিশের জনবল তাদের প্রয়োজনের তুলনায় কম বলে জানান ওবায়দুল কাদের। এক্ষেত্রে জেলা পুলিশ দায়িত্ব পালন করছে বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

গার্মেন্টস খাতে মালিকে মালিকে সম্পর্ক কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন তোলেন সেতুমন্ত্রী। সকল গার্মেন্টসে ছুটি যেন একই সময় না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ছাড়া বিভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদের জন্য আমাদের বিশেষ নজর দিতে হবে। আমাদের একটি গলার কাঁটা আছে, বিআরটি। বৃষ্টি হলে কাদা। এ বছরই আমরা প্রজেক্টটা শেষ করার জন্য কাজ এগিয়ে এনেছি।’

সভায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মে মাসে ২৫ হাজার মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ফিটনেস না থাকার কারণে। যা ঈদেও অব্যাহত থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন