বিজ্ঞাপন

রোববার রাজধানীর ১২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

June 17, 2023 | 11:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রোববার (১৮ জুন) শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন ঢাকার দুই সিটি করপোরেশন ১২ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ডিএনসিসিতে ৬ লাখ ২ হাজার ৮০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। আর ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বিজ্ঞাপন

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।

‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ করপোরেশনের আওতাধীন এলাকার ১ হাজার ৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় ক্যাপসুল খাওয়ানো হবে। আর উত্তর সিটি করপোরেশন এলাকার ১ হাজার ৯০৫টি কেন্দ্রে এ কাজে স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকবে ৩ হাজার ৮১০ জন। এছাড়া ২৮৬ জন সুপারভাইজার এই কার্যক্রম তদারকি করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন