বিজ্ঞাপন

শিল্প-কারখানায় বোনাস পরিশোধ শুরু, মে মাসের বেতন বাকি ১৭৬১টির

June 18, 2023 | 9:41 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের শিল্প কারখানায় ঈদুল আজহার বোনাস পরিশোধ শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশের ৮৩ টি কারখানায় এরইমধ্যে বোনাস হয়ে গেছে। তবে মে মাসের বেতন বাকি রয়েছে এখনও ১ হাজার ৭৬১ টি কারখানায়। আর জুন মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করেছে ৫১ টি কারখানা। রোববার (১৮ জুন) প্রকাশিত শিল্প পুলিশের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

শিল্প পুলিশের তথ্যমতে, পোশাকসহ দেশের ৯ হাজার ৯১৫টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ৮৩ টিতে। রোববার পর্যন্ত বোনাস হয়নি ৯ হাজার ৮৩২ টি কারখানায়। এখন পর্যন্ত বোনাস পরিশোধের হার ১ শতাংশেরও কম। তথ্যমতে, বিজিএমইএ’র তালিকাভুক্ত ১ হাজার ৬১৮ টি পোশাক কারখানার মধ্যে বোনাস দেওয়া হয়েছে ২৫ টিতে। বিকেএমইএ’র ৬৯৯ টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ৩ টিতে। বিটিএমএ’র ৩৫৯টি কারখানার মধ্যে ২টি তে বোাস হয়েছে। পোশাকসহ সবমিলিয়ে ৮৩ টি শিল্প কারখানায় এরইমধ্যে বোনাস পরিশোধ করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এরইমধ্যে বোনাস পরিশোধ শুরু হয়ে গেছে। ঈদের আগে দেশের প্রায় সব কারখানায় বোনাস হয়ে যাবে।

এদিকে, দেশের ৯ হাজার ৯১৫ টি শিল্প কারখানার মধ্যে মে মাসের বেতন হয়েছে ৮ হাজার ১৫৪ টিতে। এখনও মে মাসের বেতন হয়নি ১ হাজার ৭৬১ টি কারখানায়। বেতন না হওয়ার হার ১৭ দশমিক ৭৬ শতাংশ। মে মাসের বেতন হয়েছে ৮২ দশমিক ২৪ শতাংশ কারখানায়। শিল্প পুলিশের তথ্যমতে, পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র তালিকাভুক্ত ১ হাজার ৬২৪ টি কারখানার মধ্যে এখনও মে মাসের বেতন হয়নি ১৯৯ টিতে।

বিকেএমইএ’র ৬৯৯ টি কারখানার মধ্যে ১৪২ টি তে মে মাসের বেতন হয়নি। বিটিএমএ’র ৩৫৯ টি কারখানার মধ্যে ৭০ টিতে এখনও মে মাসের বেতন বকেয়া রয়েছে। বেপজার তালিকাভুক্ত ৭ টি কারখানায় এখনও বেতন হয়নি। দেশের ৯০ টি পাটকলের কোনটিতেই মে মাসের বেতন বকেয়া নেই। দেশের অন্যান্য ৬ হাজার ৭৫১ টি কারখানার মধ্যে ১ হাজার ৩৪৩ টিতে মে মাসের বেতন হয়নি।

বিজ্ঞাপন

শিল্প পুলিশের তথ্য থেকে আরও জানা গেছে, জুন মাসের ১৫ দিনের বেতন ৫১ টি কারখানাতে। বিজিএমইএ’র ১ টি কারখানাতে জুন মাসের ১৫ দিনের বেতন হয়েছে। পোশাক খাতের অন্য দুই সংগঠন বিকেএমইএ ও বিটিএমএ’র কোন কারখানায় এখনও জুন মাসের ১৫ দিনের বেতন দেওয়া হয়নি। ১১ টি পাটকল ও ৩৯ টি অন্যান্য কারখানায় জুন মাসের ১৫ দিনের বেতন হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এখনও মে মাসের বেতন বকেয়া থাকা শোভনীয় নয়। ঈদের আগেই দেশের সব শিল্প কারখানায় বেতন বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন