বিজ্ঞাপন

বাজেটের আকার ছোট হলেও সেবার কমতি হবে না: চসিক

June 21, 2023 | 5:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ২০২৩-২৪ অর্থবছরে মোট ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭৪ কোটি টাকা কম। চসিক জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে অপ্রয়োজীয় ব্যয় বাদ দেওয়ায় বাজেটের আকার কমেছে, তবে সেবার ক্ষেত্রে কোনো ঘাটতি হবে না।

বিজ্ঞাপন

বুধবার (২১ জুন) দুপুরে নগরীর আন্দরকিল্লা পুরনো নগর ভবন মিলনায়তনে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র করেজাউল করিম চৌধুরী।

নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। ওই অর্থবছরে মোট ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। বাজেট বাস্তবায়ন হয়েছে ৫৪ দশমিক ৪২ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে তিন ধরনের কর বাবদ মোট আয় ধরা হয়েছে, ৬৪০ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে বকেয়া কর ও অভিকর খাতে সর্বোচ্চ ২২২ কোটি ৩৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। হাল কর ও অভিকর খাতে ২২৪ কোটি ১৫ লাখ টাকা এবং অন্যান্য কর বাবদ ১৯৩ কোটি ৫৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।

বিজ্ঞাপন

গত অর্থবছরে (২০২২-২৩) তিন ধরণের করে মোট আয় ধরা হয়েছিল ৫৮৪ কোটি ৪৫ লাখ টাকা। গত অর্থবছরের সংশোধিত বাজেট অনুসারে ওই তিন ধরণের আয়কর বাবদ চসিকের আয় হয়েছে ৩৩১ কোটি ১৭ লাখ টাকা।

নতুন অর্থবছরের বাজেটে উন্নয়ন অনুদান খাতে ৮৯৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এ ছাড়া অন্যান্য উৎস থেকে ৩৭ কোটি ৭০ লাখ টাকা আয় ধরা হয়।

বিজ্ঞাপন

ঘোষিত বাজেটে নগরের উন্নয়ন খাতে সর্বোচ্চ ৯৪২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত অর্থবছরের (২০২২-২৩) বাজেটে উন্নয়ন খাতে ১২৫৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হলেও খরচ হয়েছে ৬৪৩ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এবারের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন, ভাতা ও পারিশ্রমিক খাতে ৩১০ কোটি ৭০ লাখ টাকা।

বাজেট বক্তৃতায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ঠিকাদার ও অন্যান্য বকেয়া থোক বরাদ্দ খাতে ৪৫ কোটি ৩৪ লাখ টাকা সহ প্রায় ২০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ৭০ কোটি ২৭ লাখ টাকা আয়কর ও ৮৫ কোটি ৫০ লাখ টাকা মূল্য সংযোজন কর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

‘জলাবদ্ধতা নিরসনে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বহদ্দারহাট বারইপাড়া খালের ৪ হাজার ৫০০ ফুট প্রতিরোধ দেয়াল নির্মাণ, ২ হাজার ৫০০ ফুট ড্রেন নির্মাণকাজ শেষ হয়েছে।’

‘চট্টগ্রাম সিটি করপোরেশনে বেশিরভাগ কার্যক্রম এখন অনলাইন ভিত্তিক করা হচ্ছে। পর্যায়ক্রমে করপোরেশনের প্রশাসনিক সব কাজ ইলেকট্রনিক সিস্টেমের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আবহাওয়া ও জলবায়ুর কারণে অতীতেও নগরে মশার উপদ্রব ছিল। সেই সময়ও নগর কতৃপক্ষ কাজ করেছে। সেই কার্যক্রম এখন আরও জোরদার করা হয়েছে। মশামুক্ত শহর গড়তে মশক নিধনের জন্য ৫ কোটি টাকার বাজেট রয়েছে।’

‘বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার ও আধুনিক করতে কোরিয়া ও জাপানের সহযোগিতায় কার্যক্রম করা হচ্ছে।’

মেয়র রেজাউল বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪১টি ওয়ার্ডে দুই লাখ ছয় হাজার ১৪৯টি হোল্ডিং রয়েছে। বিগত ২০১৭-১৮ অর্থ বছরে করবিধি ১৯৮৬ মতে পঞ্চবার্ষিকী কর নির্ধারণ করা হয়েছিল। অসামঞ্জস্যতা ও জনরোষের কারণে পুনর্মূল্যায়ন করা হারে কর আদায় কার্যক্রম স্থানীয় সরকার বিভাগের দ্বারা সেই সময় স্থগিত করা হলেও ২০২২ সালের মার্চে তা প্রত্যাহার করা হয়।’

‘করদাতাদের নানাবিধ ও অর্থনৈতিক সমস্যা বিবেচনায় ধার্য করা মূল্যায়নের ওপর আপত্তি নিষ্পত্তির জন্য ছয়টি রিভিউ বোর্ড গঠন করা হয়। ওই রিভিউ বোর্ডে আমি নিজে উপস্থিত হয়ে গণ-শুনানির মাধ্যমে করদাতাদের চাহিদা মতো সহনীয় পর্যায়ে কর মূল্যায়ন করায় স্বতঃস্ফূর্তভাবে করদাতারা আগ্রহ নিয়ে আপিল শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং নিয়মিত পৌরকর পরিশোধ করেছেন। এতে নগরবাসীর গৃহকর নিয়ে যে অসন্তোষ ছিল তা প্রশমিত হয়েছে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজেট গতবার যে পরিমান ছিল সেটা আমরা প্রায়ই অর্ধেকে নামিয়ে এনেছি। এটা ব্যর্থতা নয়। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে আমরা ব্যয়সংকোচন নীতি অবলম্বন করছি। সব অপ্রয়োজনীয় ব্যয়কে সংকুচিত করা হয়েছে। তবে বাজেটের ৫৫ শতাংশ আমরা বাস্তবায়ন করেছি।’

‘এবার বাজেটের পরিমাণ কমানো হয়েছে। তবে সেবার কোনো কমতি হবে না। অতিরিক্ত ব্যয় সিটি করপোরেশন কমিয়েছে। আমরা যা কাজ করছি সব নিজস্ব অর্থায়নে। সরকার থেকে কোনো কিছুর জন্য বরাদ্দ দেওয়া হয় না।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল ।

এ সময় সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন