বিজ্ঞাপন

জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

June 24, 2023 | 1:14 pm

আন্তর্জাতিক ডেস্ক

যেকোনো মূল্যে দেশ রক্ষার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন প্রতিজ্ঞা করেন।

বিজ্ঞাপন

ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের পরিপ্রেক্ষিতে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

পুতিন বলেন, ‘কিছু রুশ সেনা অপরাধমূলক দুঃসাহসিক কাজে প্রতারিত হয়েছে।’ বিদ্রোহী ওয়াগনার যোদ্ধাদের নাম উল্লেখ না করেই তিনি এ কথা বলেন।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে আখ্যায়িত করেছেন পুতিন।

বিজ্ঞাপন

পুতিন বলেন, ‘রাশিয়ার ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে।’ বিদ্রোহীদের ক্রিয়াকলাপকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসাবে বর্ণনা করেছেন তিনি।

ওয়াগনার গ্রুপের বস ইয়েভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে পুতিন বলেছেন, ‘কারো উচ্চাকাঙ্ক্ষা তাকে রাষ্ট্রদ্রোহিতার দিকে পরিচালিত করেছে।’

রুশ প্রেসিডেন্ট সমাজ বিভক্তকারীদের জন্য অনিবার্য শাস্তি অপেক্ষা করছে বলেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে এখন একটি সন্ত্রাসবিরোধী ব্যবস্থা চালু রয়েছে।

বিজ্ঞাপন

পুতিন রাশিয়াকে রক্ষা করার অঙ্গীকার করে জোর দিয়ে বলেছেন, সংকট মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়েছে।

সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে তিনি ওয়াগনার গ্রুপ বা গ্রুপের প্রধানের নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন