বিজ্ঞাপন

কিশোরগঞ্জের শোলমারায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন

June 24, 2023 | 6:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কিশোরগঞ্জ: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার সাক্ষী শোলমারা ব্রিজসংলগ্ন স্থানে নবনির্মিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার শোলমারা এলাকায় নির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করেছে।

উদ্বোধন পূর্ব এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতা ও বীর মুক্তিযোদ্ধারা।

এর আগে, কিশোরগঞ্জ সদরের শোলাকিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩২ জন অটোরিকশা চালকদের মাঝে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক ও ঢেউটিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন