বিজ্ঞাপন

‘সুবিধাবাদী গোষ্ঠীর সমন্বয়ে বিএনপি সৃষ্টি করেছিল জিয়াউর রহমান’

June 24, 2023 | 9:51 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, ‘সুবিধাবাদী গোষ্ঠীর সমন্বয়ে বিএনপি দলটি সৃষ্টি করেছিল জিয়াউর রহমান। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধবিরোধী অপরাজনীতি, ষড়যন্ত্র-চক্রান্ত এবং গণতন্ত্রবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

শনিবার (২৪ জুন) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যকে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

মৃণাল কান্তি দাস বলেন, ‘বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দিয়ে দিতেন। অথচ ২০০১ সালে জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা হিসেবে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যেতে চাননি। কিন্তু তখন দেশ ও জনগণের স্বার্থ ভূলুণ্ঠিত করে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপিই ক্ষমতায় গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করেন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র নিয়ে নিলর্জ্জ মিথ্যাচার করেছেন। ইতিহাসের নিষ্ঠুর স্বৈরশাসক জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানাতে গয়েশ্বর চন্দ্রদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে লাগাতার মিথ্যাচার, অপপ্রচার এবং ষড়যন্ত্রই হলো এদেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায়। স্বৈরাচারী আদর্শে বিশ্বাসী ও উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি এবং জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ও গণতন্ত্র কখনো এক সাথে অবস্থান করতে পারে না।’

বিজ্ঞাপন

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ উল্লেখ করে মৃণাল কান্তি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কোনো ষড়যন্ত্রই জনগণের এই সংগ্রামকে ব্যাহত করতে পারবে না।’

সারাবাংলা/এনআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন