বিজ্ঞাপন

‘উৎক্ষেপণের পর পার্টি দেবে স্পেসএক্স’

May 10, 2018 | 10:51 pm

। এমদাদুল হক তুহিন।

বিজ্ঞাপন

মাহেন্দ্রক্ষণের বাকি আর কয়েক ঘণ্টা। এর পরেই মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে বাংলাদেশের প্রথম কৃত্তিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে যেকোনো সময় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে।

বাংলাদেশ সময় বিকাল ৫ টায় ফ্লোরিডা থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সারাবাংলাকে বলেছেন, ‘এখন পর্যন্ত সব কিছুই অনুকূলে আছে। সব কিছুই ঠিকঠাক চলছে। ইংরেজিতে যেটাকে বলে সো ফার সো গুড।’

বিজ্ঞাপন

ক্যাপশন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কারনিভালে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের লঞ্চ প্যাড থেকে একটি রকেট উৎক্ষেপনের দৃশ্য। ফাইল ছবি

ড. শাহাজাহান মাহমুদ বলেন, স্যাটেলাইটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা থাকবে। আজকের সারাদিনের কর্মকান্ড জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেখানে আছি কিছুক্ষণ পর এখান থেকে আমাদের নিয়ে যাবে। যেখানে উৎক্ষেপন হবে সেই জায়গাটা আমাদের দেখাবে। দেখানোর পর তাদের একটা মিউজিয়াম আছে তা দেখাবে। তারপর বিকাল ৩ টা থেকে আমরা উৎক্ষেপনের যায়গার কাছাকাছি আমরা বসে থাকবো, দেখার জন্য। উৎক্ষেপনের পরে স্পেস এক্স, যে কোম্পানিটা রকেট তৈরি করেছে তারা একটা ককটেল পার্টি দেবে আমাদের জন্যে।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণ সফল হলে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মুহূর্তটি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব কটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। দুর্লভ এ মুহূর্ত সরাসরি প্রচারের ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সও উৎক্ষেপণ মুহূর্তটি সরাসরি সম্প্রচার করবে।

সারাবাংলা/ইএইচটি/এসবি

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন