বিজ্ঞাপন

৭৫০টি কনটেইনার নিয়ে মোংলা বন্দরে ‘এম ভি ফিলোটিমো’

June 26, 2023 | 3:45 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কনটেইনারবাহী জাহাজ এম ভি ফিলোটিমো (গিয়ারলেস জাহাজ) বন্দরের ৭নং জেটিতে ভিড়েছে। জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দর এ সাফল্য অর্জিত হয়েছে। পশুর চ্যানেলে ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে এখন ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, পানামা পতাকাবাহী এম ভি ফিলোটিমো ২৫ জুন বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। ১৭২ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে ৭৫০টি ইউজ কনটেইনার এসেছে। এর মধ্যে ২১১টি ৪০ ফিট কনটেইনার ও ৩২৮টি ২০ ফিটের কনটেইনার রয়েছে।

এর আগে, ২০২২ সালের গত ১২ সেপ্টেম্ব ও ২০২৩ সালের ২৭ মার্চ তারিখে কনটেইনারবাহী ৮ মিটারের জাহাজ বন্দরের জেটিতে এসেছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘বন্দর জেটিতে নিয়মিত ৮ মিটার গভীরতার কনটেইনার জাহাজের আগমন মোংলা বন্দরের জন্য একটি নবধারার সূচনা। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ও বন্দর ব্যবহারকারীদের সহযোগিতার ফলে মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। মোংলা বন্দরের সার্বিক উন্নয়নে সরকার পশুর চ্যানেলের ড্রেজিং কাজ চলমান রেখেছে। ফলে মোংলা বন্দরে এখন থেকে আরোও অধিক গভীরতাসম্পন্ন জাহাজ অনায়াসে আগমন-নির্গমন করতে পারছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন