বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

July 3, 2023 | 3:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদুল আজহা ছুটির পর সোমবার দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। এদিন সিএসইতে সব সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ জুলাই) ডিএসইতে ৩৭১টি কোম্পানির ১৯ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৫০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকা। আগের দিন রোববার লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৬৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩১ পয়েন্টে নেমে আসে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০৬টি কোম্পানির ৫৩ লাখ ৪৩ হাজার ৪৮২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৯৪টির এবং অবশিষ্ট ৭০টির দামে কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

এদিন সিএসইতে মাত্র ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর আগের রোববার ডিএসইতে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭০৫ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন