বিজ্ঞাপন

শেষের পর কাকার শুরুটাও মিলানেই?

December 18, 2017 | 1:31 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

এ বছরের মাঝামাঝি সময়েই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না। কাকা বুটজুড়ো পাকাপাকিভাবে তুলে রাখলেন কি না, এই গুঞ্জনও উঠে গিয়েছিল তখন। এখন সেটিই সত্যি হয়েছে, কাকা জানিয়েছেন আর সবুজ মাঠে দেখা যাবে না তাকে। পুরনো ক্লাব এসি মিলানেই ফিরছেন খুব শিগগিরই এমন আভাসও দিয়েছেন, তবে নতুন কোনো ভূমিকায়!

মেঘে মেঘে কম বেলা হয়নি, বয়স হয়ে গেছে ৩৫। কাকা অরল্যান্ডো এফসি থেকে বিদায়ের ঘোষণার সময় অবসরের গুঞ্জনটা ভাসছিল হাওয়ায়। কাল টুইটারে নিজেই নিশ্চিত করলেন, ‘আমি নিজের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত। প্রভু, আমি যা কল্পনা পেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি পেয়েছি। অনেক ধন্যবাদ।’

কিন্তু অরল্যান্ডো ছাড়ার পর অবসরের ঘোষণা দিতে এতো দেরি করলেন কেন? নিজেই গোমরটা ফাঁস করলেন, ‘আমি খুব নিবিড়ভাবে চিন্তা করেছি পেশাদার জীবনে আমার এখন কোন পথে এগুনো উচিত। আমি বাবা-মা, বান্ধবী, ভাই ও তার স্ত্রী- এই পাঁচজনের সঙ্গে আলাপ করেছি। আমি ইউরোপে গিয়েছি, বোঝার চেষ্টা করেছি সেখানে ফুটবলের আবেগ কতটা উঁচু তারে বাঁধা। সবকিছু মিলেই সিদ্ধান্ত নিয়েছি, আমি ফুটবলার হিসেবে আর চালিয়ে যাব না।’

বিজ্ঞাপন

কিন্তু অবসরের পর নিজেকে কোন ভূমিকায় দেখতে চান? সেটিও কাকা জানালেন, ‘আমার এখন নতুন ভূমিকায় কাজ করার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। অবশ্যই তা পেশাদার ফুটবলার বা অ্যাথলেটের ভূমিকায় হবে না। আমি এখন একটু অন্যভাবে নিজেকে চিন্তা করছি। এমন একটা ভূমিকার কথা ভাবছি যখন আমি মাঠ ও মাঠের বাইরে একটা সেতু হিসেবে কাজ করতে পারব। সেটা ম্যানেজার বা স্পোর্টিং ডিরেক্টর, অনেকভাবেই হতে পারে।’

সেই ফেরা কি তাহলে মিলান দিয়েই হচ্ছে? গত মাসেই মিলানে এসে ক্লাবের নতুন মালিকদের সঙ্গে বসেছিলেন কাকা, ইউরোপা লিগের একটা ম্যাচও দেখেছিলেন। কাকা জানালেন, মিলানই তাঁকে নতুন ভূমিকায় কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে, ‘মিলানে আমাকে একটা প্রস্তাব দিয়েছে, সেজন্য আমি সেখানে গোটা একটা দিন কাটিয়েছি। আমি এখন এসব ভেবে দেখছি।’ কিন্তু প্রস্তাবটা ঠিক কোন ভূমিকায়, সেটা আর ভেঙে বলেননি কাকা।

২০০৭ সালে এই মিলানের হয়েই জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ওই বছরেই ব্যালন ডি অর উঠেছিল তার হাতে, মেসি-রোনালদো যুগ শুরুর আগে সর্বশেষ এই পুরস্কার পেয়েছিলেন কাকাই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন