বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে আয়ারল্যান্ড

May 11, 2018 | 3:02 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঠিক ১৭ বছর ৬ মাস ১ দিন আগে টেস্ট ক্রিকেট নতুন সদস্য হিসেবে অভ্যর্থনা জানিয়েছিল বাংলাদেশকে। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়, টেস্ট ক্রিকেটের মানচিত্র আর বড় হয়নি। অবশেষে অভিজাত সেই ক্লাবে আজ ১১তম সদস্য হিসেবে নাম লেখাতে যাচ্ছে আয়ারল্যান্ড। আজ (শুক্রবার ১১ মে) ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের, টেস্ট পরিবার পাচ্ছে নতুন এক সদস্য।

গত বছরেই একই সঙ্গে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। অবশেষে ডাবলিনের মেলাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিজেদের প্রথম টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি।

১৯৯৩ সালে আইসিসির সহযোগী সদস্য হয়েছিল আইরিশ দলটি। এরপর ২০০৭ সালে ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাস পেয়েছিল তারা। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ১০ বছর পর এবার ঘরের মাঠে নিশ্চিতভাবেই অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে মর্যাদা পাওয়ার পর গত শুক্রবার (৪ এপ্রিল) পাকিস্তানের বিপক্ষে টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আইরিশদের ১৪ সদস্যের দল:

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, এড জয়েস, তাইরো ক্যান, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রেইন, নেইল ও’ব্রেইন, বয়েড রানকিন, নাথান স্মিথ, পল স্টারলিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন এবং গ্যারি উইলসন।

বিজ্ঞাপন

পাকিস্তানের ১৪ সদস্যের দল:

সারফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, আযহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহাইল, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, রাহাত আলী, সাদ আলী, সামি আসিয়াম, শাদাব খান ও উসমান সালাউদ্দিন।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন