বিজ্ঞাপন

প্রীতির জন্য পাঞ্জাব ছাড়বেন শেওয়াগ!

May 11, 2018 | 8:15 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বেশ ভালো অবস্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা দলটি ইতোমধ্যেই প্লে অফ পর্বে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে। তবে পাঞ্জাবের মেন্টর বীরেন্দ্র শেওয়াগ এবার দলের দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা ছড়িয়েছে।

গত মঙ্গলবার (৮ মে) রাজস্থানের বিপক্ষে ম্যাচ হেরেছিল পাঞ্জাব। রাজস্থানের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হাতে রেখেও ১৪৩ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। ওই ম্যাচে ১৫৮ রানের লক্ষ্য তুলতে ব্যর্থ হওয়ায় মাথা ঠিক রাখতে পারেননি দলের অন্যতম অংশীদার প্রীতি জিন্তা। আর তাতেই শেওয়াগের সঙ্গে রেগে যান তিনি।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে এসে ম্যাচে হারের প্রশ্ন তোলেন দলের অন্যতম এই অংশীদার (প্রীতি)। সেখানে তিনি বলেন, ম্যাচে ৩ নম্বরে নামানো হয়েছিল অশ্বিনকে। করুণ নায়ার কিংবা মনোজ তিওয়ারির মতো ব্যাটসম্যানরা থাকার পরও অশ্বিনকেই কেন নামানো হয়েছে, এমন প্রশ্ন করেন তিনি। কারণটা অবশ্য অশ্বিনের শূন্য রানে আউট হওয়া নিয়েই। তবে প্রীতি ক্ষিপ্ত হলেও পরিস্থিতি ঠান্ডা রাখতে মাথা ঠান্ডা রেখেই সামাল দিতে চেয়েছিলেন শেওয়াগ।

বিজ্ঞাপন

ম্যাচে হয়তো জয়ের সুযোগ ছিল বলেই শেওয়াগের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়েছিলেন প্রীতি। তবে পরিস্থিতি সামাল দিতে মাথা ঠান্ডা রাখেলো শেওয়াগ যে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেন নি, তা পরে বুঝিয়ে দিয়েছেন।

তবে ভারতীয় গণমাধ্যমে শেওয়াগের দল ছাড়ার গুঞ্জন উঠলেও বিষয়টিকে অনেকটা উড়িয়ে দিয়ে ব্যাপারটি ঠিক করে নেয়া হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের অন্য অংশীদাররা।

এর আগে ২০১৬ সালে টানা ম্যাচ হারের সময় সে সময়ের পাঞ্জাব কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন প্রীতি। যে কারণে ম্যাচ হারের দায় নিয়েই সরে গিয়েছিলেন তিনি। এবার শেবাগ কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটিই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন