বিজ্ঞাপন

‘জনগণকে নিয়েই নৌকা উজান ঠেলে এগিয়ে যাবে’

July 15, 2023 | 7:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: জনগণকে সঙ্গে নিয়েই নৌকা উজান ঠেলে সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

বিজ্ঞাপন

শনিবার (১৫ জুলাই) দুপুরে দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘জনতার ভালোবাসা পেয়ে আমি নৌকার প্রার্থী হয়েছি। তাই জনগণকে সঙ্গে নিয়েই নৌকা উজান ঠেলে সামনের দিকে এগিয়ে যাবে। আমি অবশ্যই স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দেব। এগুলো সমাধানে আমি সচেষ্ট থাকব।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নির্বাচনী মাঠে বিএনপি-জামায়াত নেই। ওরা আছে ষড়যন্ত্রের মাঠে। কোনো কারণ ছাড়া বিএনপি-জামায়াত পদযাত্রার নামে জ্বালাও-পোড়াও করলে আমরা বসে থাকব না। বিএনপি-জামাত ধ্বংসের রাজনীতি করছে। তারা নির্বাচন চায় না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং মাঠে থেকেই দাঁতভাঙা জবাব দেব। আন্দোলন-সংগ্রাম গণতান্ত্রিকভাবে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি। কিন্তু এর নামে কোনো অপঘাত হলে তা আমরা প্রতিহত করব।’

এ সময় নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সদস্য বেলাল আহমদ, মোর্শেদা আক্তার চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন