বিজ্ঞাপন

জয়ন্তী নদীতে মাছ ধরার জালে ৬ ফুট লম্বা কুমির

July 17, 2023 | 5:26 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে মাছ ধরার সময় জালে একটি কুমির ধরা পড়েছে। জাবুল হোসেন তালুকদার নামে এক জেলের জালে ধরা পড়া কুমিরটি প্রায় ছয় ফুট লম্বা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকাসংলগ্ন জয়ন্তী নদীতে কুমিরটি ধরা পড়ে। পরে সেটি উপজেলা প্রশাসনের নির্দেশনায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় জেলে ও নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নদী তীরের লোকজন নদীতে নেমে গোসল করতে সাহস পাচ্ছেন না। মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জেলেরা। নদীর তীরে ছাগল-গরুও কেউ বেঁধে রাখছেন না। সব মিলিয়ে ওই এলাকায় একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

জাবুল হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার সকালেও আইড়-পাঙ্গাশের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটি অনেক ভারি লাগছিল। জাল কাছে আসার পর দেখতে পাই কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেয়েছি। এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে রুবেল মেম্বারকে খবর দিই। মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। খবর পেয়ে শত শত উৎসুক মানুষ কুমিরটি এক নজর দেখার জন্য সেখানে ছুটে আসে।’

বিজ্ঞাপন

নাজিরপুর ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মো. রুবেল বলেন, ‘জেলেদের কাছ থেকে কুমিরের বিষয়ে জানতে পেরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তারা কুমিরের দেখভাল করার জন্য আমাকে ও জেলেদের বলেছে। আমরা সেটির দেখাশোনা করছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে কুমিরটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘সকালে নাজিরপুর ইউনিয়নের ইউপি সদস্য রুবেল জালে কুমির ধরা পড়ার বিষয়টি মোবাইল ফোনে জানান। এরপর ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি।‘

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএমএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন