বিজ্ঞাপন

ঢাকাসহ সারাদেশে বিএনপির পদযাত্রা আজ

July 18, 2023 | 8:46 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠার ‘একদফা’ দাবিতে আজ ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগর পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সঙ্গে যুগপৎ আন্দোনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোও একই কর্মসূচি পালন করবে।

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় দফতর, চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করবে। এটি গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণী, কারওয়ান বাজার এফডিসি মোড় হয়ে মগবাজার পৌঁছালে সেখান থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর পদযাত্রাটি মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড় ও দয়াগঞ্জ মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪টায় শেষ হবে।

গাবতলী এস এ খালেক ফিলিং স্টশনের সামনে থেকে পদযাত্রা শুরুর আগে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

বিকেল ৪টায় রায় সাহেব বাজার মোড়ে হবে সমাপণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন

বিজ্ঞাপন

এছাড়া গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে শুরু হবে সকাল ১১টায়। এতে নেতৃত্ব দেবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ১২ দলীয় জোটের পদযাত্রা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড় থেকে। তাদের এ পদযাত্রা শেষ হবে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২ টায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে পদযাত্রা শুরু করবে। ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হবে তাদের এ পদযাত্রা।

গণফোরামের পদযাত্রা শুরু হবে মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে বিকেল ৩টায়। তাদের পদযাত্রা শেষ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে। গণ অধিকার পরিষদের (নুরু) পদযাত্রা শুরু হবে বিকেল ৪টায় পুরানা পল্টন কালভার্ট রোড দলীয় অফিসের সামনে থেকে। এলডিপির পদযাত্রা শুরু হবে কাওরানবাজার এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১১ টায়। তাদের এ পদযাত্রা মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হবে।

গণ অধিকার পরিষদের (ডক্টর রেজা কিবরিয়া) পদযাত্রা শুরু হবে বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে। বাংলাদেশ লেবার পার্টির পদযাত্রা শুরু হবে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। শেষ হবে টিকাটুলি মোড়ে গিয়ে।

বিজ্ঞাপন

গণতান্ত্রিক বাম ঐক্য জোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে। শাহবাগ হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হবে তাদের এ পদযাত্রা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে শাহবাগে গিয়ে শেষ করবে।

সারাবাংলা/এজেড/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন