বিজ্ঞাপন

কারারুদ্ধ চাঁদকে ‘জাতীয় বীর’ ঘোষণা মিনুর

July 18, 2023 | 8:00 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় কারাগারে থাকা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদকে ‘জাতীয় বীর’ ঘোষণা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত ‘শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠায় এক দফা দাবিতে পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মিনু বলেন, ‘পুলিশ প্রশাসনের কিছু অতি উৎসাহী সদস্য আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। আমার ভাই রাজশাহীর গৌরব আবু সাইদ চাঁদ সহজ সরল, সবসময় সত্য কথাই বলে। সে বক্তব্য রেখেছে, আপনি খুনি, অবৈধ প্রধানমন্ত্রী। পদ্মা ব্রিজ থেকে ম্যাডামকে টুকুস করে ফেলতে চাইলেন। নোবেল জয়ী ড. ইউনুসকে ফেলতে চাইলেন। তখন কিছু হলো না। আর আজ আবু সাঈদ চাঁদ একটা বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতার করা হলো। তার মেয়ে, নাতনি, জামাইসহ সবাইকে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। আমরা প্রতিরোধ করতে পারতাম। কিন্তু আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিষেধ করায় আমরা করি নাই। নদীর সমস্ত স্রোত যেমন সাগরে মিশে, এই অবৈধ সরকারকে জনতার স্রোতে দেশ ছেড়ে চলে যেতে হবে।’

মিনু বলেন, ‘আবু সাঈদ চাঁদের পদত্যাগ চাওয়া হয়েছে, তিনি বড় নেতা হয়ে গেছেন। তিনি এখন আর ইউনিয়ন কাউন্সিল বা উপজেলার চেয়ারম্যান নন, জেলার সভাপতি তাও নন; উনি এখন জাতীয় বীর হয়ে গেছেন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ন-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের রুচি বিকৃত হয়ে গেছে। পদযাত্রার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ধুলায় লুটিয়ে দিতে হবে। শেখ হাসিনা আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতরা। এর আগে, নগরীর ভুবন মোহন পার্ক এলাকা থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমই/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন