বিজ্ঞাপন

সিসি ক্যামেরার তার যারা কেটেছে তাদের ধরতে ব্যবস্থা নিচ্ছে ইসি

July 19, 2023 | 12:02 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন শুরুর আগের রাতে নয়টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের সিসি ক্যামেরার তার যারা কেটেছে এবং রিটার্নিং অফিসারের উপস্থিতিতে উপজেলা চত্বরে সাংবাদিকবে ঝুলিয়ে পেটানোর হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী কমিশন সভায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে পাঁচটি কেন্দ্রের সিসি ক্যামেরার তার কোন পক্ষের নির্দেশনায় কাটা হয়েছে তা খুঁজে বের করবে নির্বাচন কমিশন। এজন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’

ইসি কমিশনার বলেন, ‘ভাণ্ডারিয়ায় কিছু কিছু মিসক্রিয়েন্ট রোববার রাতে সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে, কাটা পড়েছে বললাম না। আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চিন্তা করেছিলাম কাটাকাটি করবে। কিন্তু দেখলাম সেই কাটাটা ভাণ্ডারিয়ায় হলো। এটা আমরা খুঁজে বের করব কে, কখন, কারা, কীভাবে, কোন পক্ষের হয়ে এ জিনিসগুলো করেছে। আমি নির্দিষ্টভাবে এসপিকে দায়িত্ব দিয়েছি। ডিবির কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি।’

সাংবাদিক পেটানোর হুমকিদাতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘সাংবাদিককে টাঙ্গিয়ে পেটানোর হুমকিদাতা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরষিদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজকে ছাড়ব না। আমরা বিষয়টি কমিশন বৈঠকে তুলে ব্যবস্থা নেব। চেয়ারম্যান ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন শুরুর আগে ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের তার কেটে ফেলে দুর্বত্তরা। পরে তিনটি সচল করতে পারলেও বাকি দু’টি অচল ছিল। সেইসঙ্গে ভোট শুরুর আগের দিন রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের উপস্থিতিতে উপজেলা চত্বরে সাংবাদিককে ঝুলিয়ে পেটানোর হুমকিও দেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

এই ঘটনার সংবাদ প্রকাশ হলে ১৭ জুলাই সকালে শংকরকে ফের মেবাইল ফোনে কল দিয়ে আঙ্গুল কেটে নেওয়ার হুমকি দেন উপজেলা চেয়ারম্যান মিরাজ। সেইসঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, যার অডিও নির্বাচন কমিশনে দেওয়া হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন