বিজ্ঞাপন

‘হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুলকে কলেজে রূপান্তর করা হবে’

July 19, 2023 | 5:27 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত শহিদ স্মৃতি বিদ্যাপিঠকে কলেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন। বাবা শহিদ বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান আহমেদের স্মরণ করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শহিদ স্মৃতি বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুলাই) নন্দিত এই কথাসাহিত্যিকের চলে যাওয়ার ১১ বছর। এ উপলক্ষে গাজীপুরে হুমায়ুন আহমেদের নিজ হাতে সাজানো নুহাশপল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান মেহের আফরোজ শাওন।

এর আগে, বুধবার সকাল ১১টায় হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন, তার দুই ছেলে নিশাত হুমায়ূন ও নিহিত হুমায়ূনসহ অনেক ভক্ত। পরিবারের সদস্য, কবি, লেখক, নাট্যজন ও ভক্তরা হলুদ পাঞ্জাবিতে হিমু সেজে এবং নীল শাড়ি পরে ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন লেখকের সমাধিস্থল নুহাশপল্লীর লিচুতলায়। সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাকে।

মেহের আফরোজ শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদ চলে গেছেন ১১ বছর। এখনো তার নাটক যদি ইউটিউব বা চ্যানেলে চলে। তবে খুবই দুঃখজনক হলেও সত্য, তার বহু নাটক, সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে কোনো রকম চুক্তিপত্র ছাড়াই চালানো হচ্ছে। তিনি বেঁচে থাকতেও অনুমতি নেয়নি, মৃত্যুর পর তার উত্তরাধিকারী কারও সঙ্গে চুক্তি বা মৌখিক অনুমতি নেয়নি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের এসব প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। উকিল নোটিশ পাঠিয়েছি। কিন্তু তারা এটি গ্রহণ করেননি। আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমরা চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনাদের মাধ্যমে ওনাদের কাছে যেন আমাদের বার্তা পৌঁছে যায়।’

শাওন আরও বলেন, ‘হুমায়ূন আহমেদ কত যে চমৎকার সব গল্প করতেন। সন্ধ্যার পর যখন বন্ধুদের সঙ্গে গল্প করতেন। সেই আড্ডার ছলে কতশত জ্ঞানের কথা বলতেন, এখন তার না থাকায় আমাকে ভাবায়। হুমায়ুন আহমেদ বাবার স্মরণে তার এলাকায় শহিদ স্মৃতি বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন। সেই স্বপ্নের স্কুল থেকে এখন ভালো রেজাল্ট আসছে। তার স্বপ্ন ছিল এটি কলেজ ও বিশ্ববিদ্যালয় করার। সম্প্রতি আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করেছি, সেখানে স্কুলটিকে কলেজে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা চারতলা একটি ভবন পেয়েছি, খুব দ্রুত হুমায়ুন আহমেদের স্বপ্নের স্কুলটি কলেজে রূপান্তর হবে।’

এদিকে হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের নুহাশপল্লীতে স্থানীয় দুইটি মাদরাসায় এতিম ছাত্রদের নিয়ে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিকে/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন