বিজ্ঞাপন

কৃষির ৩ প্রকল্পে সহায়তা দেবে এফএও

July 19, 2023 | 10:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কৃষির তিনটি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ইআরডি সন্মেলন কক্ষে এ উপলক্ষে একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এফএও’র রিপ্রেজেনটেটিভ রবার্ট ডগলাস সিম্পসন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রকল্প তিনটি হলো- এনাবেলিং ইনক্লুসিভ অ্যান্ড ইফেকটিভ ব্লেন্ডেড আনিভেসমেন্ট ইন এগ্রি-ফুড সিস্টেম ইন দ্য কনটেক্স অব দ্য হ্যান্ড ইন হ্যান্ড ইনিসিয়েটিভ প্রজেক্ট; ইনোভেটিভ অ্যাপ্রোসেচ অফর বেটার প্লান্ট প্রডাকশন; এবং স্কেলিং-আপ ক্লাইমেট অ্যাকশন টু ইনহ্যান্স ন্যাশনালি ডিটারমাইন্ড কন্টিবিউশন্স অ্যান্ড ক্লাইমেট অ্যান্ড লাইভস্টক প্রজেক্ট।

এর মধ্যে প্রথম দুটি প্রকল্প ফসল উপখাত এবং তৃতীয় প্রকল্পটি প্রাণিসম্পদ উপখাত হতে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ নির্নয়ে কারিগরি সহায়তা দেবে। ফসল উপখাতের দুটি প্রকল্প বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ উপখাতের প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন