বিজ্ঞাপন

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

July 22, 2023 | 5:22 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: জেলার চিতলমারীতে রান্নাঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ও গৃহকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বড়গুনী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

স্থানীয়রা জানান, আসাদ শেখের বাড়িতে রান্না ঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ওই মিস্ত্রি ও গৃহকর্তা। কাজের প্রয়োজনে চালার উপরে থেকে একই ঘরের একটি লাইট (বাল্ব) খোলার চেষ্টা করে মিস্ত্রি। তখন অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় মিস্ত্রি নাসিম মোল্লা। তখন তাকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে।

কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই দুই ব্যক্তি মারা গেছে।

বিজ্ঞাপন

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমআইডি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন