বিজ্ঞাপন

‘আন্তর্জাতিক বাজারের প্রভাব সয়াবিন তেলে পড়েছে’

July 23, 2023 | 10:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যেসব পণ্য বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত সেসব পণ্যের মূল্য ওঠানামা করে থাকে মূলত আন্তর্জাতিকভাবে দাম বৃদ্ধির কারণে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে বাড়ে, আবার কমলে দেশেও কমে। যার প্রভাব সয়াবিন তেলের উপর পড়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুলাই) ঢাকায় সফররত জাপানের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা কিন্তু ভোজ্য তেলের দাম দুই দফা কমিয়েছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার সবসময় কঠোর অবস্থান নিয়ে থাকে। বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার অধিদফতর নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আইনও পাস করেছে।’

উল্লেখ্য, চলতি বছর যেসব নিত্যপণ্যের দাম বাড়ে তার মধ্যে অন্যতম ছিল সয়াবিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন