বিজ্ঞাপন

আরেকটি মহাকাব্যের জন্ম দেবেন নেইমার?

May 12, 2018 | 2:20 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত বছরের আগস্টে বার্সেলোনা ছেড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে পা রেখে দল বদলের বিশ্ব রেকর্ড গড়েন নেইমার। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়ে মহাকাব্যের জন্ম দিয়েছিলেন নেইমার। ব্রাজিল তারকার রেকর্ড ট্রান্সফার ফির নিয়ে বছর জুড়েই ছিল আলোচনা-সমালোচনা। আবারো আসছে দলবদলের আরেকটি সময়। এবার নেইমার ও রিয়াল মাদ্রিদের গল্পটা দিন দিন রূপ বদলে আরকেটি মহাকাব্যে রূপ নিচ্ছে।

২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। এক মৌসুমও যেতে না যেতেই, পিএসজি ছাড়ার পথ খুঁজছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার! আলোচনাটা এমন পর্যায়ে গেছে যে লিগের শেষ না হতেই পরের লিগে রিয়াল কোচ জিনেদিন জিদানকে ভাবতে হচ্ছে রোনালদো-নেইমার জুটি নিয়েও!

প্রতি মৌসুমেই রিয়ালে যোগ দিচ্ছেন নেইমার-এমন গুঞ্জনে ভারী হয়ে ওঠে দলবদলের বাজার। সম্প্রতি নেইমারের বাবা বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাবির সঙ্গে ফ্রান্সে দেখা করার পর সেই গুঞ্জনে বাতাস লেগেছে। নেইমারের পিএসজিতে যাওয়ার পেছনেও হাত ছিল জাহাবির। এদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ইংল্যান্ড কিংবা জার্মানিতে নয়, রোনালদোর সঙ্গে খেলতে আগ্রহী নেইমার। আর নেইমারকে দলে নিতে আগের মতোই আগ্রহী রিয়াল।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, সিনিয়র খেলোয়াড় রোনালদোসহ বাকিরাও নাকি নেইমারের ব্যাপারে ইতিবাচক। রোনালদো-নেইমার জুটিতে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন রিয়ালের কোচ জিদান, ‘ভালো খেলোয়াড়রা সব সময় মানিয়ে যায়। তারা সব সময় একসাথে খেলতে পারে। মাঠে একটা রসায়ন আছে। রোনালদো-নেইমার এক সঙ্গে খেলতে পারবে।’

জিদান আরও জানিয়েছেন, ‘আমি জানি না ক্লাব নেইমারের সঙ্গে কথা বলছে কি না। তবে আমি তাকে নেওয়ার কথা বলিনি। যা কিছু এখন ঘটতে চলেছে তা নিয়ে শুধু আমরা চিন্তিত। আমি ব্যক্তিগতভাবে নেইমারকে জিজ্ঞাসা করিনি, কারণ আমি এসব ব্যাপারে জড়াতে চাই না। আমাদের মৌসুমটা শেষ করতে হবে। বাকিটা পরে আসবে। তবে, নেইমার নিয়ে কথাবার্তা আমাদের বিরক্ত করে না।’

কাতালান গণমাধ্যম দোপোর্তিভো এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, নেইমার তার পিএসজি সতীর্থদের বলেছেন আগামী মৌসুমে তিনি আর ক্লাবে থাকতে চান না। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় তাহলে কি রিয়াল মাদ্রিদই নেইমারের পরবর্তী ঠিকানা! বার্সায় মেসির ছায়ায় খেলেছেন নেইমার, রিয়াল মাদ্রিদে তাকে খেলতে হবে রোনালদোর ছায়ায়। পারবেন কি নেইমার?

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন