বিজ্ঞাপন

রেকর্ড গড়া নাদালের বিদায়

May 12, 2018 | 2:39 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

মাদ্রিদ মাস্টার্সের শেষ ষোলোতে ডিয়েগো শোয়ার্জম্যানকে হারিয়ে ৩৪ বছরের রেকর্ড ভেঙেছিলেন রাফায়ের নাদাল। ক্লে-কোর্টের রাজা সেই নাদালই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। ক্লে-কোর্টে প্রায় এক বছর পর হারলেন স্প্যানিশ এই টেনিস তারকা।

১৯৮৪ সালে ক্লে-কোর্টে টানা ৪৯টি সেট জিতেছিলেন জন ম্যাকেনরো। ৩১ বছর বয়সী নাদাল শেষ ষোলোর ম্যাচে শোয়ার্জম্যানের বিরুদ্ধে ৬-৩, ৬-৪ সেটে জিতে জয় পায়। স্ট্রেট সেট জয়ে ক্লে-কোর্টে টানা ৫০তম সেট দখল করেছিলেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান।

এই টুর্নমেন্টের আগে বার্সেলোনায় ১১তম মন্টে কার্লো শিরোপা জেতেন নাদাল। মাদ্রিদ মাস্টার্সেও আধিপত্য ধরে রেখেছিলেন তিনি। ষষ্ঠবারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করেন এই স্প্যানিশ।

বিজ্ঞাপন

কিন্তু কোয়ার্টার ফাইনালে আর জেতা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদালের। অস্ট্রিয়ার ডমিনিখ থিয়েমের কাছে ৭-৫, ৬-৩ সেটে হেরেছেন নাদাল। বিদায় নিয়েছেন মাদ্রিদ ওপেন থেকেও। ১২ মাস আগে রোমে ইতালিয়ান ওপেনে ডমিনিখের কাছেই হেরেছিলেন নাদাল।

এদিকে এই হারে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারান নাদাল। তাকে টপকে শীর্ষে উঠেছেন রজার ফেদেরার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন