বিজ্ঞাপন

ব্যাংকে আওয়ামী লীগের আমানত ৭৩ কোটি ২৮ লাখ টাকা

July 31, 2023 | 5:54 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২২ সাল শেষে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের আমানতের পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা। এর মধ্যে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

বিজ্ঞাপন

সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংঙ্গীর আলমের কাছে ২০২২ সালের দলটির আয় ব্যয়ের হিসাব জমা দেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।

আয় ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২২ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে জমা রয়েছে পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

এইচ এন আশিকুর রহমান বলেন, ‘আমাদের দলের আয়ের প্রধান খাত হলো বিভিন্ন নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, প্রতি বছর নতুন সদস্যদের কাছ প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি, জাতীয় সংসদ সদস্যদের টাকা, কমিটির সদস্যদের টাকা। এছাড়াও দলেল বিভিন্ন লোকজনের কাছ অনুদানের টাকা এই আয়ের প্রধান খাত।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বলেন, ‘আওয়ামী লীগের ব্যয়ের খাত হলো আওয়ামীলীগ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালনা ব্যয়, অফিস ভাড়া, প্রচার প্রকাশনা বাবদ ব্যয়।’

তিনি বলেন, ‘অন্য দলের কোনো খাতে ১০ টাকা খরচ করতে হলে, আমাদের ৩ টাকা খরচ হয়। এর কারণ যারা অওয়ামী লীগ করেন, তারা মন থেকে দলকে অনেক ভালোবাসেন, দলের জন্য খরচ করেন। ফলে দলের ফান্ড থেকে কম অর্থ খরচ করতে হয়। আর এই কারণে দলের আয় বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের খরচ অত্যান্ত স্বচ্চ, আমাদের হিসাব সব সময় আপডেট থাকে। গত বছরের তুলনায় আমাদের আয় বাড়ছে। আগামীতে আরও বাড়বে। এই মুহুর্তে বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে স্থিতি রয়েছে ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।’

বিজ্ঞাপন

এ সময় আওয়ামীলীগ নেতা প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সালাম গোলাপ এমপি, দফতর সম্পদক বিপ্লব বড়ুয়া, উপ দফতার সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘৩ বছর করোনা মহামারি ছিল, তখন আমাদের এবং সকল রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড সীমিত পর্যায়ে ছিল। কিন্তু করোনার পরবর্তী সময়ে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ায় আমাদের কর্মসূচী বেড়েছে। ফলে ব্যয় ও বেড়েছে।’

সারাবাংলা/জিএস/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন