বিজ্ঞাপন

১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৪১ টাকা বাড়ল

August 2, 2023 | 6:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাসাবাড়িতে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়। এছাড়া অন্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২ আগস্ট) থেকেই নতুন এই দাম ভোক্তাপর্যায়ে কার্যকর করা হবে। এর আগে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর এ ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিআইআরসি‘র নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৫২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭০৯ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৮৯৯ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৮৪৯ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৩২৪ টাকা, ৪৫ কেজির দাম ৪ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোনো পর্যায়ে নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করা যাবে না বলে জানিয়েছে বিইআরসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন