বিজ্ঞাপন

এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি পাপন, সম্পাদক হাশেম

May 12, 2018 | 8:54 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের (বিএমবিএএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে নাজমুল হাসান পাপন এমপি ও সাধারণ সম্পাদক পদে শেখ আবুল হাশেম আবারও নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ মে) রাজধানীর আইবিএ অ্যালামনাই ক্লাবে সংগঠনটির নবম বার্ষিক সাধারণ সভা শেষে নতুন এ কমিটি নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান পাপন সারাবাংলাকে বলেন, ‘এ সংগঠনটির সঙ্গে অনেক আবেগ জড়িত। কারণ এর সঙ্গে শিক্ষাজীবনের অনেক স্মৃতি রয়েছে। চেষ্টা করব সংগঠনটির কার্যক্রমে প্রাণ দিতে। যদিও আমি অনেক ব্যস্ত একজন মানুষ, অনেকগুলো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তবুও চেষ্টা করব আমার ওপর দায়িত্বের ভার সহজভাবে বহন করতে।’

এর আগে সাধারণ সভাতেও নিজের বক্তৃতায় ব্যস্ততার কথা তুলে ধরেন পাপন।

তিনি বলেন, ‘আমরা কাজের মানুষ। সময় বের খুব কঠিন আমাদের জন্য। ফলে এখন আর কাউকে কমিট করি না। কারণ আমি নিজেই জানি না কখন কোথায় থাকব।’

বিজ্ঞাপন

এরপরই অবশ্য সংগঠন নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন তিনি। জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক বলেন, ‘আমাদের ইসি মিটিং বেশি হওয়া উচিৎ। পাবলিকেশনও বেশি হওয়া উচিৎ। চেষ্টা নিজস্ব অফিসের জন্য জমি খুঁজে বের করতে। তবে কষ্টের ব্যাপার হলো আমাদের ফান্ড অনেক কম। সবাই ভাবে আমাদের ফান্ড অনেক বেশি কিন্তু এই ভাবনাটা সত্য নয়। ফান্ড হয়ে গেলে অনেক কাজই সহজে করে ফেলা যায়।’

সাধারণ সম্পাদক শেখ আবুল হাশেম বলেন, ‘ভালো কিছু করব বলেই কিন্তু আমরা দায়িত্ব নেই বা দায়িত্ব পাওয়ার জন্য লড়ি। দায়িত্ব যেহেতু পেয়েছি চেষ্টা থাকবে অসমাপ্ত কাজগুলো গুছিয়ে ফেলার। বিশেষ করে একাডেমিক চর্চা, সেমিনার, সাধারণ সভা নিয়মিতভাবে আয়োজনের চেষ্টা থাকবে আমার।’

বিজ্ঞাপন

শেখ আবুল হাশেমের সঞ্চালনায় নবম বার্ষিক সাধারণ সভায় আরো বক্তৃতা রাখেন নূরুল হক মজুমদার, আল মুয়েইজ লাইওয়ালা, খলিলুর রহমান, গোলাম মুস্তফা, আলমগীর হুসেনসহ অন্যরা।

বাংলাদেশে এমবিএ ডিগ্রিধারীদের সবচেয়ে পুরনো সংগঠন বিএমবিএএ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ১৯৮৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

গত ৩২ বছরে চিন্তা ও কর্মে কর্পোরেট জগতের মহীরূহ হয়ে উঠেছে সংগঠনটি।

সারাবাংলা/টিএস/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন