বিজ্ঞাপন

পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের ভোজন-গল্প, অভিযোগ দিলেন শিক্ষার্থী

August 15, 2023 | 9:47 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের জোরে কথা বলা, নাশতা খাওয়াসহ কয়েকটি অভিযোগ এনে পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

গতকাল (১৪ আগস্ট) এমন অভিযোগ আনেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান সরকার দুখু।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বরাবর করা ওই লিখিত অভিযোগে দুখু উল্লেখ করেন, শিক্ষকদের উচ্চ স্বরে গল্প করা, খাওয়াদাওয়াসহ এ সংক্রান্ত কর্মকাণ্ডের কারণে পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়।

লিখিত অভিযোগে দুখু উল্লেখ করেছেন, ‘১৩ আগস্ট ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ কোর্স নম্বরের পরীক্ষা কলাভবনের পঞ্চম তলায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি, পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সামনে বসা শিক্ষকেরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।’

বিজ্ঞাপন

দুখু আরও উল্লেখ করেন, ‘কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চস্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা যাবৎ তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চ স্বরে মোবাইলে কথা বলেন।’

এই বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বিষয়টি আমলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। অধ্যাপক আবুলউলীয়া বলেন, ‘বিষয়টি আমি দেখছি। এ ব্যাপারে শিক্ষকরা যেন সতর্কতা অবলম্বন করে, সেটি তাদের বলে দিয়েছি।’

এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদ সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন