বিজ্ঞাপন

যুক্তরাজ্যে সাত শিশুকে হত্যায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলার নার্স

August 19, 2023 | 7:13 pm

আন্তর্জাতিক ডেস্ক

সাতটি নবজাতক শিশুকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের নার্স লুসি লেটবি। এ ঘটনা তাকে যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় শিশু সিরিয়াল কিলারে পরিণত করেছে।

বিজ্ঞাপন

৩৩ বছর বয়সী লুসি লেটবি ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে লিভারপুলের কাউন্টেস অব চেস্টার হাসপাতালে কর্মরত ছিলেন। এই সময় তিনি শিশুদের হত্যা ও হত্যা চেষ্টার জন্যও দোষী সাব্যস্ত হয়েছেন।

লেটবি ইচ্ছাকৃতভাবে শিশুদের ইনজেকশনে বাতাস ঢুকিয়ে দিতেন। জোর করে অন্যের দুধ পান করানোসহ দুই নবজাতকের শরীরের ইনসুলিনের মাধ্যমে বিষ প্রয়োগও করেছিলেন। এছাড়া তিনি আরও কয়েকটি শিশুকে নির্যাতন করেছিলেন।

প্রথম পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছিল ২০১৫ সালের জুন থেকে অক্টোবরের মধ্যে। কয়েক মাস সতর্কতা সত্ত্বেও অন্য দুই হত্যাকাণ্ড ঘটে ২০১৬ সালের জুনে।

বিজ্ঞাপন

২০২২ সালের অক্টোবর থেকে লুসির বিচারকাজ শুরু হয়। দশ মাসের বেশি সময় ধরে চলা বিচারিক কার্যক্রমের পর তথ্য-প্রমাণের ভিত্তিতে সাত শিশুকে হত্যা ও ছয় শিশুকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হন তিনি। তার বিরুদ্ধে এসব অভিযোগের রায় আগামী সোমবার দেবেন আদালত।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন