বিজ্ঞাপন

চবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের শাটল ট্রেন অবরোধ

May 14, 2018 | 10:43 am

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: রেললাইন অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে সোমবার (১৪ মে) সকালে নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেন যেতে পারেনি।

নগরীর ষোলশহর এলাকায় সকাল থেকে অবস্থান নিয়েছে সংস্কার আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এদিকে প্রধানমন্ত্রীর ঘোষিত কোটা প্রথা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

বিজ্ঞাপন

নগরীর ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ছাত্রছাত্রীদের অবরোধের কারণে সকাল ৮টার শাটল ট্রেন যাত্রা করেও যেতে পারেনি। এরপর থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে।

এর আগে রোববার সংস্কার আন্দোলনকারীরা ষোলশহর রেলস্টেশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন