বিজ্ঞাপন

বঙ্গবন্ধু স্মরণে শোকের পংক্তিমালা

August 29, 2023 | 3:21 pm

মানিক লাল ঘোষ

দায়

রাতটা ছিলো অমানিশার
দিনটা ছিলো শোকের
চোখের কোণে বৃষ্টি ছিলো
কোটি কোটি লোকের।

বিজ্ঞাপন

হাতটা সবার খোলাই ছিলো
মুখটা ছিলো বন্ধ
অজানা এক আশংকাতে
নিজের সাথে দ্বন্দ্ব ।

সেদিন যদি সাহস করে
উঠতো জেগে সবে
বুকে থাকা কষ্ট পাথর
নেমে যেতো কবে!

সেই ভুলের খেসারতে
আজও ভেজা চোখ
পিতা তুমি ক্ষমা করো
আমরা ব্যর্থ লোক।

বিজ্ঞাপন

একটি মুজিব

একটি মুজিব তোমার আমার
একটি মুজিব সবার
একটি মুজিব একটি দেশে
জন্ম নেবে ক’বার?

হাজার বছর আরাধনায়
একটি মুজিব জন্মে
একটি মুজিব বে্ঁচে থাকে
দেশ প্রেমের কর্মে।

এক মুজিবের একটি দেশে
জন্ম হয় না বার
তাইতো মুজিব সবার প্রিয়
বাঙালি ও বাংলার।

বিজ্ঞাপন

এক মুজিবের জন্য কে্ঁদে

একটি মুজিব ঘুমিয়ে আছে
খুব নীরবে টুঙ্গিপাড়ায়
একটি মুজিব দেশপ্রেমের
মন্ত্রনা দেয় ইশারায়।

একটি মুজিব বাঙালিদের
হৃদয়ে আছে লুকিয়ে
সেই মুজিবের জন্য কেঁদে
দু”চোখ গেছে শুকিয়ে।

হৃদয়ে মুজিব

স্বাধীনতা শব্দের সাথে
যুক্ত তাঁর নাম
দেশের জন্য। আজীবন সে
করেছে সংগ্রাম।

একাত্তরে দিয়েছে ডাক
দেশকে স্বাধীন করার
সাহস দিয়েছে দেশের জন্য
বীরের মতো লড়ার।

বিজ্ঞাপন

ইতিহাসের মহানায়ক
শেখ মুজিবুর রহমান
দেশ প্রেমের চেতনায়
আজো হৃদয়ে অম্লান।

সারাবাংলা/এসবিডিই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন