বিজ্ঞাপন

প্রথম হারের ম্যাচে ছিলেন না মেসি

May 14, 2018 | 1:51 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-লেভান্তে। গোল উৎসবের এই ম্যাচে মোট গোল হয়েছে ৯টি। বার্সাকে ৫-৪ গোলে হারায় লেভান্তে। চলতি মৌসুমে লা লিগায় প্রথম হার বার্সার। খেলেননি বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। বিশ্বকাপের আগে মেসিকে বিশ্রামে রেখেছিলেন বার্সার কোচ আরনেস্টো ভালভারদে।

তবে, শিরোপা নিশ্চিত করার পাশাপাশি মেসি-সুয়ারেজদের ক্লাবটি গত আসরের ৭টি ম্যাচ আর এই আসরের ৩৬টি ম্যাচ সহ মোট ৪৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত থেকে লিগ শেষ করা হয়নি বার্সার।

অথচ, লেভান্তের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসে কখনো হারেনি বার্সা। আগের ৯ ম্যাচে লেভান্তের জালে ৩৬ গোল দিয়েছিল কাতালানরা। ৫-১ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আরনেস্টো ভালভারদের শিষ্যরা। লেভান্তের হয়ে হ্যাটট্রিক করেন এমানুয়েল বোয়াটেং। জোড়া গোল করেন এনিস বার্দি। বার্সার হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেন ব্রাজিলের তারকা ফিলিপে কুতিনহো। অন্য গোলটি লুইস সুয়ারেজ।

বিজ্ঞাপন

টানা ২১ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার পর হারল বার্সা। পেপ গার্দিওলার সময়ে টানা ২৩ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল কাতালানরা।

লি শিরোপা জেতা বার্সার পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের ৭৮ পয়েন্ট। ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন