বিজ্ঞাপন

সিটির ইতিহাস, দুর্দান্ত লিভারপুল, চেলসির হতাশা

May 14, 2018 | 1:54 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে। যদিও ম্যাচের ফলাফল এরই মধ্যে জেনে গেছেন, তারপরও চোখ বুলিয়ে নিতে পারেন। ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়েছে, চ্যাম্পিয়ন্স লিগে আবারো জায়গা নিশ্চিত করেছে লিভারপুল, জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, টটেনহ্যাম আর হেরেছে চেলসি।

ব্রাজিল তারকা গাব্রিয়েল জেসুসের গোলে সাউদাম্পটনের মাঠে ১-০ গোলে জিতেছে আগেই শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করলো সিটিজেনরা।

এবারের আসরে রানার্সআপ হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে ৮১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের সবশেষ ম্যাচ খেলেছেন মাইকেল ক্যারিক। এফএ কাপের ফাইনাল দিয়ে ফুটবল ক্যারিয়ার শেষ করবেন ইউনাইটেড অধিনায়ক।

বিজ্ঞাপন

এবারের লিগে তৃতীয় হওয়া টটেনহ্যামের পয়েন্ট ৭৭। লেস্টার সিটির বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চে ৫-৪ অসাধারণ এক জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

চতুর্থ হওয়া লিভারপুলের পয়েন্ট ৭৫। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে ছিল লিভারপুল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-০ গোলে হারিয়ে লক্ষ্য দারুণভাবে ছুঁয়েছে জার্গেন ক্লপের দল। এই মৌসুমেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে লিভারপুল। ব্রাইটনের বিপক্ষে গোল করেছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। এই লিগে ৩২তম গোল করে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি।

পঞ্চম হওয়া চেলসির পয়েন্ট ৭০। চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার আশায় থাকা চেলসি নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে উড়ে গেছে। ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলবে তারা।

বিজ্ঞাপন

৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে আর্সেনাল। হাডার্সফিল্ডের মাঠে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে জিতেছে আর্সেন ওয়েঙ্গারের অধীনে শেষবারের মতো মাঠে নামা আর্সেনাল।

৫৪ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে বার্নলি। অবনমন নিশ্চিত হয়েছে স্টোক সিটি, ওয়েস্ট ব্রমইউচ অ্যালওবিওন এবং সোয়ানসি সিটির।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন