বিজ্ঞাপন

হঠাৎ গোয়েন্দা পুলিশের উপস্থিতি শাহবাগে

May 14, 2018 | 3:52 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাজপথে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। এ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (১৪ মে) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে পুলিশের উপস্থিতি না থাকলেও বিকালের দিকে হঠাৎ গোয়েন্দা পুলিশ সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়।

আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরু সারাবাংলাকে বলেন, ‘সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। কাজেই কালক্ষেপণ না করে প্রজ্ঞাপন জারি করা হোক। এটি হলে ছাত্ররা পড়ার টেবিলে ফিরে যাবে।’

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘শাহবাগ মোড় বন্ধ থাকার ফলে শাহবাগ টু কারওয়ান বাজার-ফার্মগেটের রাস্তা যানজটে থমকে আছে। মৎস্যভবন-কদম ফোয়ারার রাস্তা ও নীলক্ষেতের রাস্তাও যানজটে থমকে আছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। তখন পুলিশের কাঁদুনে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পরে। এরপর প্রধানমন্ত্রী কোটা বাতিল করা হবে বলে ঘোষণা দিলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। যে কারণে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/ইউজে/এমও
আরও পড়ুন:
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন
কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে ফের শাহবাগ অবরোধ
কোটা সংস্কারের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রজ্ঞাপন শিগগির

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন