বিজ্ঞাপন

বিএসএফ’র গুলিতে ‘নিহত’ যুবকের লাশ উদ্ধার

September 7, 2023 | 6:36 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

পঞ্চগড়: সদর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে নুর ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই যুবক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিন পাড়া সীমান্ত এলাকার ঘাগড়া ক্যাম্প মেইন পিলার ৭৫২-এর বিপরীত ২ নম্বর পিলারের ভারতীয় চা বাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক নুর ইসলামের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার মোহাম্মদ আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নুর ইসলামসহ আরও কয়েকজন মিলে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে প্রবেশ করে। এর তারা গরু পাচার করতে গেলে বিএসএফ’র গুলিতে ওই যুবক নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই আলম বলেন, ‘মোমিন পাড়ার সীমান্ত এলাকার লোকজন রাতে গুলির শব্দ শুনেছে। পরে সকালে যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও আমার ধারণা, এরা গরু চোরাকারবারি।’

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা তিনি জানান, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন