বিজ্ঞাপন

রসিক নির্বাচনে প্রার্থী কমেছে, ভোটার বেড়েছে

December 18, 2017 | 9:00 pm

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর থেকে: এবারের রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রার্থী সংখ্যা কমলেও বেড়েছে ভোটার সংখ্যা। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মিলে মোট প্রার্থী সংখ্যা ২৮৩ জন। আর ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার সারাবাংলা’কে জানান, রংপুর সিটির প্রথম নির্বাচনে ৪৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এ বছর সে সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮৩ জনে। সে হিসেবে প্রথম বারের নির্বাচন থেকে এই নির্বাচনে ১৪৭ জন প্রার্থী কম।

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর ৬৫জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন প্রার্থী অনুষ্ঠানিকভাবে লড়াইয়ের মাঠে নেমেছেন। শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এবার মোট ১৯৩টি ভোট কেন্দ্রের ১ হাজার ১৭৭টি গোপন ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার ৩৬ হাজারের বেশি ভোটার বেড়েছে। বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ জন ও নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিএম মাহাতাব উদ্দিন জানান, ৪ ডিসেম্বর থেকে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লংঘনের ব্যাপারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।

সারাবাংলা/এইচএ/এজেড/

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন