বিজ্ঞাপন

জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আটক ৪৫

September 8, 2023 | 4:06 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: অনুমতি না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে। এসময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ নেতাকর্মীদের আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার বলেন, পূর্বানুমতি ছাড়াই জামায়াত রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছিল। লাঠি চার্জ তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এসময় জামায়াতের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

তবে জামায়াতের প্রচার শাখা থেকে বলা হয়েছে, ভোটের অধিকার ফেরত পেতে ও সাঈদীর গায়েবানা নামাজে গুলিবর্ষণের প্রতিবাদে জামায়াতের আজকে বিক্ষোভ মিছিল ছিল। সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। টিয়ারশেল ও রাবার বুলেট মেরেছে। লাঠিচার্জ করেছে। অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসা না দিয়ে আটক করে নিয়ে গেছে। প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, দ্রুত বিচারের আওতায় আনা হবে’আগস্টকে দ্রোহের মাস হিসেবে পালন করুন: রব‘আইন প্রয়োগ হবে সন্ত্রাসীদের ওপর, শিক্ষার্থীদের ওপর নয়’৫ ঘণ্টা পর শিক্ষকদের জিম্মায় ১২ শিক্ষার্থীর মুক্তিকুবি শিক্ষকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা, মানববন্ধন করলেন ৬ জনইন্টারনেট বন্ধের ধাক্কায় জুলাইয়ে রেমিট্যান্স ১৯০ কোটি ডলারশিক্ষার্থী হতাহত ও ধ্বংসযজ্ঞে সিভাসু শিক্ষকদের উদ্বেগশিক্ষার্থী আটক হলে ‘উদ্ধার করবে’ চবি প্রশাসনআবু সাঈদ নিহতের ঘটনায় সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনশেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন আইসিসি প্রসিকিউটরের সব খবর...
বিজ্ঞাপন