বিজ্ঞাপন

মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন, আন্দোলনকারীদের প্রতি কাদের

May 14, 2018 | 6:40 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছেন। তিনি জাতীয় সংসদে কোটা পদ্ধতি বিষয়ে ঘোষণাও দিয়েছেন। আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাই, প্রধানমন্ত্রীর ঘোষণাকে শ্রদ্ধা জানিয়ে জনগণকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন।’

সোমবার (১৪ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘সারা ঢাকা শহর আজ স্তব্ধ হয়ে গেছে। অনেক বাবা-মা, ভাই-বোন এমনকি মুমূর্ষ রোগী ভোগান্তি পোহাচ্ছেন। লাখ লাখ মানুষ, নর-নারী, শিশুকে কষ্ট দেওয়ার অধিকার কারও নেই।’

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। তখন পুলিশ কাঁদুনে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এ আন্দোলন ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর প্রজ্ঞাপন জারি হয়নি। এ কারণ আন্দোলনকারীরা প্রজ্ঞাপন চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ মে) দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচির এক পর্যায়ে দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

প্রজ্ঞাপন জারির ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এটি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন